Tuesday 23 December 2014

Free unlimited call

 Free calll any where...

আমি আজ যে টিপস টি দেব, তা দিয়ে আপনারা মোবাইল এবং পিসি থেকে সম্পূর্ণ ফ্রী তে দেশে এবং বিদেশে কল করতে পারবেন। তারপর আবার আনলিমিটেড!! আসলে এইটা একটা ANDROID APP । আপস টার নাম হল BIGO. । আপসটি তে রয়েছে চরম সব সুবিধা !!
নিচে আপসটির ডাউনলোড লিঙ্ক দেয়া হয়েসে  সেই লিঙ্ক থেকে ডাউনলোড করলে আপনার ফ্রি মিনিট কাটবে নাহ ।
তো চলুন এক নজরে আপস টির বিস্তারিত জেনে আসি

BIGO কি?

১. Bigo হল একটি Android Voip Calling App.

free internet
free internet


Bigo ব্যবহার করব কেমন করে?

১. Bigo ব্যবহার করতে চাইলে আপনার অবশ্যই একটি Android Device অথবা পিসি থাকতে হবে।
২. আপনার মোবাইল নাম্বার টি দিয়ে একটি Bigo  Account নিবন্ধন করতে হবে।
৩. তারপর নম্বর ডায়াল করে কল দিতে হবে।

কেন Bigo ?

১. Bigo তে চলছে এক চরম অফার! আপনি নিবন্ধন করার সাথে সাথে পেয়ে যাবেন ১১৬০ পয়েন্ট।
২. প্রতি মিনিট এর জন্য ১১ পয়েন্ট কাটা হবে Bangladeshi Number এ।

৩. বিভিন্ন দেশের কল রেট বিভিন্ন, যেমন Chaina এর জন্য প্রতি মিনিট মাত্র ১ পয়েন্ট।
৪. প্রতি বার এর কল এ নাম্বার পরিবর্তন হয়ে যায়।
৫. যাকে কল দিবেন তার BIGO থাকতে হবে না।
৬. প্রতিবারের লগইন এ পেয়ে যাবেন ২০ পয়েন্ট করে।
৭. কোন বন্ধু কে INVITE করলে পেয়ে যাবেন ২০০ পয়েন্ট।
৮. LIBON এর মত কল কথা আটকে যাবে না।
৯. কথা খুবই পরিস্কার ।
১০. Bigo থেকে Bigo তে করতে পারবেন ফ্রী Ultra HD ভিডিও কল।
১১. প্রতি মাসে পেয়ে যাবেন ১১৫২ ক্রেডিট!!!

unnamed


পিসি তে BIGO!!

Bigo এর কোন পিসি Application নেই। কিন্তু আপনি তা পিসি তেও ব্যবহার করতে পারেন। Bigo পিসি তে ব্যবহার করতে ANDY ব্যবহার করুন।
 Bigo সম্পর্কে কিছু কথা;
# সর্বউচ্চ কোয়ালিটি তে কল করতে ৩জি/৩.৫জি/৪জি/ওয়াইফাই ব্যবহার করুন। ২জি তে Bigo ব্যবহার করে কল আটকে গেলে বা কথা শোনা না গেলে আমি বা Bigo কেউ ই দোষী না কিন্তু!!

BIGO ডাউনলোড লিঙ্ক ;

# Bigo! Google Play Store Link
# Direct Apk File Download Link For Bigo !



Trick Home
 

Sunday 21 December 2014

Remove shortcut Virus



Remove shortcut Virus
হঠাৎ করে দেখলেন কম্পিউটার শর্টকাট ফাইল-ফোল্ডারে ভরে গেছে বারবার ডিলিট করেও থেকে মুক্তি মিলছে না হুটহাট অনেক ফাইল-ফোল্ডার হারিয়েও যাচ্ছে ইদানীং এই সমস্যায় প্রায় সবাই পড়ছেন এটি কোনো ভাইরাস নয় হলো VBS Script (ভিজুয়াল বেসিক স্ক্রিপ্ট) যন্ত্রণা থেকে খুব সহজেই মুক্তি পেতে পারেন নিচের ধাপগুলো অনুসরণ করুন

CMD
ব্যবহার করে :
. ওপেন CMD (Command Prompt – DOS)
. নিচের কমান্ডটি হুবহু লিখুন
attrib -h -s -r -a /s /d Name_drive:*.*
এবার Name_drive লেখাটিতে যে ড্রাইভটি আপনি শর্টকাট ভাইরাসমুক্ত করতে চান সেটি লিখুন যেমন: C ড্রাইভ ভাইরাসমুক্ত করতে চাইলে লিখুন attrib -h -s -r -a /s /d c:*.*
. এন্টার বাটন চাপুন
. এবার দেখবেন শর্টকাট ভাইরাস ফাইল ফোল্ডারগুলো স্বাভাবিক হয়ে যাবে এবার ওই ফাইল ফোল্ডারগুলো ডিলিট করে দিন

bat
ব্যবহার করে :
Bat
ফাইল হলো নোটপ্যাডে লেখা একটি একজেকিউটেবল ফাইল এতে ডাবল ক্লিক করলেই চালু হয়ে যায়
. নোটপ্যাড ওপেন করুন
. নিচের কোডটি হুবহু কপি-পেস্ট করুন
@echo off
attrib -h -s -r -a /s /d Name_Drive:*.*
attrib -h -s -r -a /s /d Name_Drive:*.*
attrib -h -s -r -a /s /d Name_Drive:*.*
@echo complete.
. এবার Name_Drive এর জায়গায় ভাইরাস আক্রান্ত ড্রাইভের নাম লিখুন যদি তিনটির বেশি ড্রাইভ আক্রান্ত হয় তাহলে কমান্ডটি শুধু কপি-পেস্ট করলেই চলবে
. removevirus.bat এই নাম দিয়ে ফাইলটি সেভ করুন
. এবার ফাইলটি বন্ধ করে ডাবল ক্লিক করে রান করুন
. এবার দেখবেন আপনার শর্টকাট ভাইরাস ফাইল-ফোল্ডারগুলো সব স্বাভাবিক হয়ে গেছে এখন সব ডিলিট করে দিন

এছাড়া নিচের কৌশলও নিতে পারেন
আক্রান্ত পেনড্রাইভ থেকে বাঁচতে

. RUN যান
. wscript.exe লিখে ENTER চাপুন
. Stop script after specified number of seconds: 1 দিয়ে APPLY করুন এবার কারো পেনড্রাইভের শর্টকাট ভাইরাস আর আপনার কম্পিউটারে ডুকবে না
আক্রান্ত কম্পিউটার ভাইরাসমুক্ত করতে:
. কী বোর্ডের CTRL+SHIFT+ESC চাপুন
. PROCESS ট্যাবে যান
. এখানে wscript.exe ফাইলটি সিলেক্ট করুন
. End Process ক্লিক করুন
. এবার আপনার কম্পিউটারের C:/ ড্রাইভে যান
. সার্চ বক্সে wscript লিখে সার্চ করুন
. wscript নামের সব ফাইলগুলো SHIFT+DELETE দিন
. যেই ফাইলগুলো ডিলিট হচ্ছে না ওইগুলো স্কিপ করে দিন
. এখন RUN যান
১০. wscript.exe লিখে ENTER চাপুন
১১. Stop script after specified number of seconds: 1 দিয়ে APPLY করুন

ব্যাস, আপনার কম্পিউটার শর্টকাট ভাইরাসমুক্ত এবার পেনড্রাইভের শর্টকাট ভাইরাসও আর আপনার কম্পিউটারে ডুকবে না
Trick Home